৩ দিনের কর্মবিরতি; গাজীপুরে মালিক শ্রমিকদের মত বিনিময় সভা।
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির উদ্যোগে ৩ দিনের কর্মবিরতি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ সেপ্টেম্বর দুপুরে টঙ্গীর চেরাগ আলী ট্রাক টার্মিনালে গাজীপুর জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ সভাপতি হাজী আব্দুর রবের সভাপতিত্বে সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, সহ সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী, সড়ক বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক, মোঃ এরশাদ হোসেন, কার্যকরী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মারুফ প্রমূখ এসময় সাধারন সম্পাদক বলেন, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবী বাস্তবায়ন না হলে ২১ সেপ্টেম্বর ভোর ৬ টা থেকে ২৩ সেপ্টেম্বর ভোর ৬ টা পর্যন্ত ৭২ ঘন্টা কর্মবিরতি পালনে যোগ দেবে ট্রাক, কাভার্ড ভ্যান, পিক-আপ ভ্যান, ডেলিভারি ভ্যান মালিক, চালক, শ্রমিকরা। এর পরেও দাবী বাস্থবায়ন নাহলে ১০ দিনের মধ্যে সংঘঠনের সকলের সাথে আলোচনার মাধ্যমে কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে। সড়ক পরিবহন শিল্পের পন্য পরিবহন খাতের মালিক শ্রমিকদের ন্যায়সঙ্গত ১৫ দফা দাবী আদায়ের লক্ষে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন তিনি।